করোনা মহামারি ও আঞ্চলিক কোন্দলে দীর্ঘদিন নানিয়ারচর সাপ্তাহিক হাট বন্ধ থাকার পর অবশেষে স্বস্তি ফিরছে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে।
বুধবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, নানিয়ারচর উপজেলা সদরের নানিয়ারচর বাজারে গত আড়াই বছরের তুলনায় সরব হয়ে উঠেছে আজকের সাপ্তাহিক হাট। তবে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বাস্থ্যবিধি অনুসরণের প্রবণতা ছিল তুলনামূলক কম।
নানিয়ারচর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রিয়তোষ দত্ত জানান, দীর্ঘদিন পরে নানিয়ারচর বাজারে ব্যবসায় স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে স্বচ্ছলতা ফিরে পাবে। আমরা ঢোল পিটিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করতে বলেছি।
খুদে ব্যবসায়ী বাদল মিয়া জানান, আমি বাদাম বিক্রি করে সংসার চালাই। দীর্ঘদিন নানিয়ারচরে হাট বন্ধ থাকায় ও করোনায় জীবন দুর্বিসহ হয়ে পড়েছিল। নানিয়ারচর জোন কমান্ডার মহাদয়ের উদ্যোগে পূণরায় বাজার চালু হওয়ায় আমরা ২মুঠো ভাত খেতে পারছি।
হাটে আসা ক্রেতা মুজিবুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য হাটের তুলনায় আজকের সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতা বেশি এসেছে। বাজারে কিনতে আসা সব পন্য কিনতে পেরেছি।
নানিয়ারচর বাজার ব্যবসায়ী অশোক তালুকদার জানান, বাজারে দীর্ঘদিন পরে লোকসমাগম বাড়ছে। ব্যবসায়ীদের বেচাকেনা বাড়ছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে পুরানো সেই অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে পাচ্ছে।