• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ খাগড়াছড়িতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মানিকছড়িতে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন : চালু রয়েছে সব কয়টি ইউনিট লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিন মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা

গোয়ালন্দে পবিত্র আশুরায় হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি:: / ১৮৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি:: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীতে পালিত হয়েছে পবিত্র আশুরা।কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে রবিবার (৬ জুলাই) সকালে আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে আয়োজন করা হয় বিশাল শোক মিছিল।

সকাল ১০টার দিকে দৌলতদিয়া খানকা শরীফ মসজিদ প্রাঙ্গণ থেকে শোক মিছিলটি শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়াসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০ হাজার ধর্মপ্রাণ মানুষ। অংশগ্রহণকারীদের নিরাপত্তায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উদ্যোগে গোয়ালন্দ উপজেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।শোক মিছিল শেষে দৌলতদিয়া খানকা শরীফ মসজিদে কারবালায় শাহাদাৎবরণকারী হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও, একই সময়ে আঞ্জুমান-ই-কাদেরিয়া পরিচালিত রাজবাড়ী খানকা শরীফ ও গোয়ালন্দ ঈমামবাড়া শরীফ থেকেও পৃথক শোক মিছিল বের করা হয়। শোক মিছিলে আরও উপস্থিত ছিলেন, আঞ্জুমান-ই-কাদেরীয়া দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ফজলুল হক, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মণ্ডল, গোয়ালন্দ ঈমামবাড়া শরীফের সভাপতি মাহাজুজ আলম চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও কোষাধ্যক্ষ সুমন হোসেন প্রমুখ।

উল্লেখ্য, হিজরী ৬১ সনের ১০ই মহররম, ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। এই ঘটনা মুসলিম বিশ্বের জন্য ত্যাগ, ধৈর্য ও আদর্শের প্রতীক। পবিত্র আশুরা উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানরা দোয়া, মিলাদ ও তাজিয়া মিছিলের মাধ্যমে শোক পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ