মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
চট্রগ্রাম পাঁচলাইশ ও খুলশি থানার ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মিঠু পাল (৩০) কে খাগড়াছড়ির রামগড়ে চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) সকালে রামগড় থানাধীন পৌরসভাস্থ জগন্নাথপাড়া এলাকায় ১৫ লিটার চোলাই মদ সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিঠু পাল কক্সবাজার জেলার রামুর রাজারকুল ইউনিয়নের লিটন পালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই (নি.) মো.আনিস উদ্দিন ও এএসআই (নি.) মোঃ মনিরুল ইসলাম, মোঃ আব্দুল আলীম সহ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রামগড় পৌরসভার ০২ নং ওয়ার্ড জগন্নাথপাড়া জগন্নাথ মন্দির সংলগ্ন ডাক্তার মিলন কান্তি শীল এর ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর হতে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।