হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি::
কক্সবাজার জেলার মহেশখালীতে আন নূর ইসলামীক সেন্টার কর্তৃক আয়োজিত উদ্যোক্তা ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন “ফয়সাল ডাইন”এর ফাউন্ডার ও সিইও অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সাল আমিন।
৫ ই জুলাই (শনিবার) দুপুরে মহেশখালী সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে উদ্যোক্তা ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে তাকে সম্মানীত করা হয়।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সাল আমিন এর হাতে সম্মাননা স্বারক তুলে দেন.. প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল হাসেম, প্রধান বক্তা.. সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন।
সম্মাননার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ফয়সাল আমিন বলেন, “উদ্যোক্তা হিসেবে এই প্রথম আমি সম্মাননা গ্রহণ করলাম। এর আগে সম্মাননা পেয়েছি মানবিক কাজে। নিশ্চয় যে কোন সম্মাননা অনেক বেশি আনন্দের। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা পেলে আমি দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। বিশেষকরে দেশের বেকারত্ব সমস্যা দূর করতে চাই।”
এতে লাল মোহাম্মদ সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেনুর আলম শিবলী’র সঞ্চালনায় আলহাজ্ব আশরাফ জামান কোং সভাপতিত্বে শুরুতে স্বাগতিক বক্তব্য রেখেছেন.. অধ্যাপক সরোয়ার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. মহেশখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক মো. হোছাইন, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন.. আল্লামা ফোরকানুল্লাহ খলিল, মাওলানা নুরুচ্ছফা, আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল’সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।