খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্ভোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সোমবার (৩০ জুন) বিকাল ৩:০০ ঘটিকায় উপজেলা বিএনপি সহ ৪ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণের শুভ উদ্ভোধন করা হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ছাত্তারের সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক
এম এন আবছার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও ক্ষেত্রমোহন রোয়াজা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুে রব রাজা,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।
অতিথিরা বক্তব্যে বলেন, নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে বিএনপিকে তৃণমূলে আরও শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রস্তুতি নেয়া হচ্ছে। “বিএনপি জনগণের দল। এই দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করে এসেছে। বিএনপি এখনো স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।” নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে বিএনপিকে তৃণমূলে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
অতিথিরা আরো বলেন, জননেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন যুগে প্রবেশ করেছে। তরুণ নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ কর্মীদের মাধ্যমে দেশবাসীকে আবারও গণতন্ত্রের স্বাদ দিতে চায় বিএনপি। সে পথে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে আগাতে চায় খাগড়াছড়ি বাসী।