• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ খাগড়াছড়িতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মানিকছড়িতে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন : চালু রয়েছে সব কয়টি ইউনিট লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিন মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা

লামা পৌরসভার ১৩ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান ব্যুরো প্রধান:: / ১৭৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান ব্যুরো প্রধান::

অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ রেখে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১৩ কোটি ৮৫ লক্ষ ৯ হাজার ১২৫ টাকার বাজেট ঘোষণা করেছে বান্দরবানের পৌরসভা। একই সভায় বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট সংশোধন করা হয়।

রবিবার (৩০ জুন) দুপুরে লামা পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন লামা পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। এ সময় পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা কমিটির সদস্য, সাংবাদিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতা, পৌর কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব আয় ধরা হয়েছে দুই কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৫৪ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা। রাজস্ব খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে ধরা হয়েছে সাধারণ সংস্থাপন খাতে এক কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীখাতে ৩১ লাখ ৪০ হাজার টাকা এবং শিক্ষাখাতে এক লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া পানি সরবরাহসহ অন্যান্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা। উন্নয়ন আয়ের মধ্যে দেখানো হয়েছে সরকার প্রদত্ত বিভিন্ন মঞ্জুরি ও সহায়তা। এর মধ্যে কোভিড ১৯ রিকভারি প্রজেক্ট থেকে চার কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫০ লাখ টাকা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে ৪০ লাখ টাকা এবং পৌর ভবন সম্প্রসারণ খাতে ৫০ লাখ টাকাসহ সরকারের বিভিন্ন খাত থেকে উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে।

উন্নয়ন খাতের উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে চার কোটি ৯৪ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি নির্মাণ, সীমানা প্রাচীর ও মার্কেট নির্মাণে এক কোটি ২৪ লাখ টাকা এবং অন্যান্য প্রকল্প বাস্তবায়নে এক কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন বলেন, ঘোষিত বাজেট বাস্তবায়িত হলে লামা পৌরসভার জনসাধারণের জীবনমানের উন্নতি ঘটবে। তিনি ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ পৌরসভার সর্বস্তরের জনসাধারনের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ