• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ খাগড়াছড়িতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মানিকছড়িতে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন : চালু রয়েছে সব কয়টি ইউনিট লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিন মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা

লংগদুতে সংবাদ সম্মেলন করে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা আনোয়ার,র, উপর অতর্কিত হামলার অভিযোগ

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি):: / ১০০৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

মোঃ আলমগীর হোসেন, লংগদু(রাঙ্গামাটি)::
রাঙ্গামাটির লংগদুতে অছাত্র এবং ছাত্রলীগ দ্বারা গঠিত কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মঞ্জুর উপর অতির্কিত হামলার অভিযোগ উঠেছে বর্তমান কলেজ কমিটির সভাপতি আহাদের বিরুদ্ধে।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় মাইনীমুখ বাজার থেকে সংবাদ সম্মেলন করে বাড়ি ফেরার পথে মাইনীমূখ বাজার মসজিদের সামনে গাড়ি থামিয়ে মারধর করার অভিযোগ করেন আনোয়ার হোসেন মঞ্জু।
আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের আমল থেকে নির্যাতন মামলা হামলা মোকাবেলা করে তৎকালীন সময়ে কলেজ ছাত্রদলের সুসংগঠিত রাজনীতি করে আসছি। বিভিন্ন সময়ে হয়রানি মূলক মামলা খেয়ে বাড়ি ছেড়েছিলাম। কিন্তু এসব কিছুর তোয়াক্কা না করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের পক্ষ হতে লংগদু মডেল কলেজের অছাত্র এবং ছাত্রলীগের কর্মীদের দিয়ে কলেজ কমিটি ঘোষণা করেন।
এসব কিছুর প্রতিবাদে আজ সংসবাদ সম্মেলন করি আমি। সংবাদ সম্মেলন শেষ করে বাড়ি ফেরার পথে মাইনী মসজিদের সামনে বর্তমান বিতর্কীত কমিটির সভাপতি আহাদ ও সহ সভাপতি নাজমুল আমাকে গাড়ি দাড় করিয়ে কথা ছাড়া মারধর শুরু করে। কোন কিছু বুঝে উঠার আগে তারা আবার স্থান ত্যাগ করে। বিষয়টি আমি উপজেলার সকল নেতৃবৃন্দের জানিয়েছি। আমি এসব অন্যায় অবিচারের বিচারের দাবী জানাই।
এদিকে বিষয়টি অস্বীকার করে বর্তমান কমিটির সহ সভাপতি নাজমুল বলেন, আমি মারামারিতে ছিলাম না। যখন আমি যাই তখন মারামারি শেষ হয়েগেছে। আশপাশের মানুষ তাদের ঝগড়া ছাড়িয়ে দিচ্ছে। তারা একে অপরের গলা ধরা অবস্থায় ছিলো।
বিষয়টি নিশ্চিত হতে অভিযুক্ত বর্তমান কলেজ কমিটির সভাপতি আহাদ কে শেষে ৩৯২৮ এবং ৭৫৭৮ নাম্বার দুটিতে বারবার ফোন করলেও নাম্বার গুলো বন্ধ পাওয়া যায়। যার ফলে অভিযুক্ত ব্যাক্তির সাক্ষাৎ নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান বলেন, সংবাদ সম্মলনের বিষয়টি আমাকে জানালে, আমি গতকাল উপজেলা বিএনপি কে বিষয়টি অবগত করে রাখি। তবে এদিকে মারামারির ঘটনাটি এখন পর্যন্ত আমাকে কেউ জানায়নি। তাছাড়া আমি বর্তমানে এলাকার বাহিরে থাকায় বিষয়টি এখনো জানতে পারিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ