আনোয়ার হোসেন,পানছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সাপ্তাহিক হাটবারে প্রচণ্ড ভিড় এবং যানজটের মধ্যে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে স্থানীয় ছাত্রদল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে সহায়তা করে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সকাল থেকেই পানছড়ি ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থেকে বাজারে আসা হাজার হাজার মানুষের চলাচল সহজ করে তোলে। ট্রাফিক পুলিশ না থাকা সত্ত্বেও তারা দক্ষভাবে দায়িত্ব পালন করে যানজট নিয়ন্ত্রণে আনেন। এই মানবিক ভূমিকা জনগণের কাছে প্রশংসিত হয়েছে।
উপজেলা ছাত্রদলের সভাপতি দিদারুল আলম বলেন,
ছাত্রদল সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। রাজনীতিকে আমরা জনসেবার মাধ্যমে চর্চা করতে চাই। আজকের এই ট্রাফিক সহায়তা কর্মসূচি তারই অংশ। সাধারণ মানুষের কষ্ট দেখে আমরা চুপ থাকতে পারি না।
তিনি আরও বলেন, ছাত্রদল আন্দোলনের পাশাপাশি সমাজসেবায়ও নেতৃত্ব দেবে, সেটাই আমাদের অঙ্গীকার। আগামী দিনগুলোতেও এই ধরনের উদ্যোগ চলমান থাকবে। বিএনপি নেতাদের প্রশংসা উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন বলেন, ছাত্রদলের কর্মীরা আজ যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে মানুষের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তারা দেখিয়েছে, দায়িত্বশীল রাজনীতি কেমন হতে পারে।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, ছাত্রদলের এই ভূমিকা আমাদের রাজনৈতিক সংগঠন হিসেবে নতুন মাত্রা এনে দিয়েছে। আমরা তাদের পাশে আছি, এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
জনগণের কণ্ঠে সন্তুষ্টি পানছড়ি বাজারে আসা স্থানীয় এক ফল বিক্রেতা বলেন, প্রতিবার জ্যামে বসে থাকতে হতো। আজ ছাত্রদলের ছেলেরা দাঁড়িয়ে না থাকলে কোনো গতি হতো না। ভালো কাজ করেছে ওরা।
এক নারী ক্রেতা বলেন, এমন মানবিক রাজনৈতিক কাজ দেখতে ভালো লাগে। রাজনীতি যদি এমন হতো সবসময়, তাহলে মানুষ ভয় না পেয়ে আস্থা পেত।