বিএম.বাশার:- বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২৯ জুন রবিবার পাহাড়ের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী।
এসময় অন্যান্যের মধ্যে, মোহাম্মদ তহিদুল ইসলাম রুবেল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মহসিন হাসান তালুকদার ফরেস্ট অফিসার জালিয়াপাড়া, সাথোয়াইপ্রু চৌধুরী জেলা পরিষদের সদস্য মানিকছড়ি, মাহমুদুল হাসান রুবেল ওসি মানিকছড়ি থানা, এনামুল হক চৌধুরী ওসি গুইমারা থানা, এছাড়া গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন দলের নেতাকর্মী, চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান,কারবারি, সাংবাদিক,বাজার কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্তমান বর্ষা মৌসুমে অতি ভারী বর্ষণে পাহাড় ধ্বস এবং রাস্তাঘাটের জলাবদ্ধতা নিরেশনে সচেতন হতে হবে। ক্ষতি হয়েছে। পাহাড়ের পরিবেশ রক্ষার্থে আগামী জুলাই থেকে আগস্ট পর্যন্ত গাছ না কাটার জন্য সকলকে সচেতন হতে হবে। অনলাইন জুয়া, মাদক ও চোরা কারবারীদের ব্যাপারে প্রশাসনসহ সর্বস্তেরর জনগণের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আইনি প্রক্রিয়া ছাড়া বালু উত্তোলন, পাহাড় কাটা বন্ধ করার ব্যাপারে সকলের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। জমি সংক্রান্ত সমস্যা গুলি সমাধানের লক্ষ্যে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান করেন। ইদানিং অপহরণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সকলকে সজাগ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহব্বান করা হয়। সন্ত্রাসী কর্মকান্ড যাতে কেউ না ঘটাতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গুইমারা উপজেলায় কোন জেলা পরিষদের সদস্য না থাকায় একজন জেলা পরিষদের সদস্য দেওয়ার জন্য আহ্বান করেন উপজেলার সচেতন মহল। এছাড়াও, পাহাড়ি বাঙালির শান্তি-শৃঙ্খলা রক্ষা, খুনগুম, অপহরণ ও আইন-শৃঙ্খলার বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা।
সর্বশেষে জোন উপ অধিনায়ক সভায় আগত সকলের সাথে শুভেচ্ছা বিনিময়, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন পরে মধ্যাহ্ন ভোজে মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।