সাইফুর রহমান পারভেজ গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৯ জুন) দুপুরে রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তার রাকিব হোসন উপজেলার ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। সে একই ইউনিয়নের অম্বলপুর গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার সদ্ধিগ্ধ আসামি তিনি। গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে অম্বলপুর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার (২৯ জুন) দুপুরে রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। এতে ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার মো. রাকিব হোসেন ওই মামলার সন্ধিগ্ধ আসামি।