আনোয়ার হোসেন, পানছড়ি প্রতিনিধি:;
পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শান্তি, সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ২৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন (৩ বিজিবি)-এর যৌথ ব্যবস্থাপনায় একটি ব্যতিক্রমধর্মী ও হৃদয়স্পর্শী সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের মাধ্যমে লোগাং জোনের আওতাধীন এলাকার ১৭টি গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারকে মোট ১৮.৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়, যা তাদের বসতঘরের ছাউনির প্রয়োজন মেটাতে সহায়ক হবে। পাশাপাশি, সেলাই কাজে পারদর্শী এক অসহায় নারীকে একটি সেলাই মেশিন শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তিকে একটি হুইল চেয়ার এবং বিদ্যুৎবিচ্ছিন্ন দুইটি পরিবারের জন্য দুইটি সোলার প্যানেল প্রদান করা হয়।
শুধু বসতঘর কিংবা ব্যক্তিগত সহায়তা নয়, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রেও বিজিবি তাদের সহযোগিতার হাত প্রসারিত করেছে। সিন্দু কুমার কারবারী পাড়ার শিব মন্দির সংস্কারের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়, যা এলাকার ধর্মীয় ও সামাজিক ঐক্যকে আরো সুদৃঢ় করবে।
এছাড়া, পাঁচজন দরিদ্র ও অসুস্থ রোগীর চিকিৎসা খরচ বাবদ আর্থিক অনুদান লোগাং শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে অনুদান এবং নাড়াইছড়ি মুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ফুটবল সরবরাহ করা হয়।
এই মহতী কার্যক্রমের নেতৃত্ব দেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও আমরা এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব।
স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন বিজিবি শুধু নিরাপত্তার দায়িত্বে সীমাবদ্ধ নয়, তারা আমাদের সুখ-দুঃখেও পাশে রয়েছে। এমন মানবিক উদ্যোগ আমাদের জীবনযাত্রায় প্রত্যক্ষভাবে ইতিবাচক প্রভাব ফেলছে।
অঞ্চলজুড়ে বিজিবির এই জনকল্যাণমূলক তৎপরতা আবারও প্রমাণ করল শুধু সীমান্ত রক্ষা নয়, মানুষের পাশে দাঁড়িয়ে সত্যিকারের বন্ধু হয়ে উঠেছে বিজিবি।