• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

খাগড়াছড়ির উন্নয়নে আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই- কুহেলী দেওয়ান

স্টাফ রিপোর্টার:: / ২৭২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার::

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মহিলা দলের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান বলেছেন, খাগড়াছড়ির উন্নয়নে আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই। সব ষড়যন্ত্রের জাল ছেদ করে ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করে পাহাড়ের উন্নয়ন ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে।

রোববার (২৯ জুন) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে’র সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। কাউন্সিল অধিবেশনে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সায়েদুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ। এসময় মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর জয়নব বিবি ও সালেহা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান বক্তার বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, অনেক রক্ত ক্ষয়ান পর আজকের এ পরিবেশ তৈরী হয়েছে। ৫ আগষ্ট শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের কবর রচিত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের অত্যাচার নীপিড়ন থেকে বিএনপির নেতাকর্মীসহ এদেশের মানুষ মুক্তি পেয়েছে।

কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে সালেহা বেগম-কে সভাপতি, আখি তারা-কে সাধারন সম্পাদক ও রাহিমা বেগম-কে সাংগঠনিক সম্পাদক করে ৯নং ওয়ার্ড মহিলা দলের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।

কাউন্সিল অধিবেশনে মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, যুগ্ম-সম্পাদক দেবাশীষ দত্ত আশিষ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন ও মো. শাহ আলম ছাড়াও পৌর ও ওয়ার্ড বিএনপি এবং মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ