খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রামে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্রকল্পে খাদ্য – শস্য অর্থ বরাদ্দে অনিয়ম ও বৈষম্যমূলক বন্টনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) সকালে খাগড়াছড়িতে বিক্ষুব্ধ ত্রিপুরা – মারমা জনগোষ্ঠী সচেতন নাগরিক সমাজ ব্যানারে খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চে বিক্ষুব্ধ জনগোষ্ঠী বিক্ষোভ সমাবেশ করে।
এসময় মানববন্ধনে বক্তারা দাবি করেন, অন্তবর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় খাদ্য শস্যে অর্থ নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বরাদ্দ দিয়ে বৈষম্য করে যাচ্ছে বলে অভিযেগ করে বক্তারা।
বিক্ষোভ মিছিলে বৈষম্যমূলক বন্টনের জন্য প্রতিবাদ জানানো হয়। এবং আগামী এক সপ্তাহের মধ্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমা’কে পদ থেকে অপসারণ করা না হলে বিক্ষুব্ধ জনগোষ্ঠী রাজপথে নামতে বাধ্য হবে এবং অবরোধ কর্মসূচী পালন করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, সরোজ কান্তি ত্রিপুরা, আব্রে মারমা, মারমা যুব
নেতা ইঞ্জিনিয়ার ক্যরী মগ, যুব নেতা উজ্জল মারমা, মহিলা নেত্রী মউক্রাচিং মারমা, অংগ্য মারমা, মারমা যুব সমাজ নেতা, চাইহ্লাপ্রু মারমা।