স্টাফ রিপোর্টার::
বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। আইনে শাস্তির বিধান থাকলেও সচেতনতার অভাবে বাল্যবিবাহের ঘটনা একেবারে কম নয়। অপরিণত বয়সে বিয়ের কারণে চরম স্বাস্থ্যঝুঁকিতে ভোগেন নারীরা। বিশেষ করে অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণের কারণে নারীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। পাশাপশি মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মুলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সহকারী কমিশনার (ভুমি) ও মাটিরাঙ্গা সদর ইউনয়ন পরিষদের প্রশাসক খাদিজা তাহিরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, অভ্যা মৌজার মৌজা প্রধান ললিত বিকাশ ত্রিপুরা ও ইউপি সদস্য হারবি ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর আগুনে পুড়ে যাওয়া মাটিরাঙ্গা ইসলামিয়া এতিম খানা‘র নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। খাগাড়ছড়ি জেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের অর্থায়নে ভবনটি নির্মিত হয়।
এরপরপরই মাটিরাঙ্গা সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র যুব ক্লাবের আয়োজনে মাটিরাঙ্গা ইসলামিয়া এতিম খানা‘র সামনে বৃক্ষরোপন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় এতিম শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি।
এসময় মাটিরাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সলিম উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও বন্ধু জুনিয়র যুব ক্লাবের সভাপতি মো. মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
একইদিন বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চরপাড়ায় আশ্রয়ন পকল্প পরিদর্শন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় আশ্রয়ন প্রকল্পের অধিবাসীদের মাঝে খাদ্যসামগ্রী ও একজন অসুস্থ ব্যাক্তি আর্থিক সহায়তা প্রদান করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।