আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি::
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে খাগড়াছড়ির মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে সহস্রাধিক পরীক্ষার্থী কলেজ গেইটে ছাত্রদলের সৌজন্যে পানির বোতল, খাবার স্যালাইন, কলম ও পরীক্ষা উপকরণ রাখার ফাইল পেয়েছেন। ছাত্রদলের মহতি উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মীর হোসেন জানান, খাগড়াছড়ি জেলা বিএনপি’র কর্ণদ্বার ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে এইচএসসি পরীক্ষার্থীদের হাতে কেন্দ্র প্রবেশের আগে ৫০০গ্রাম পানি বোতল, এক প্যাকেট খাবার স্যালাইন, একটি কলম এবং পরীক্ষা সংশ্লিষ্ট ডকুমেন্ট সযত্নে রাখতে একটি ফাইল বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ছাত্র নেতা মো. মনির হোসেন,মুক্তার হোসেন, আরিফ সিকদার,মো.বেলাল হোসেন, সাইফুল ইসলাম রহিম, ইকবাল হোসেন,আবদুল আলী, আলী হোসরন, জুয়েল, পারবেজ মো. রবিউল হোসেন, ফারাজ, পারবেজ,জুবায়ের, শাহিন ও রাকিব হোসেন উপস্থিত ছিলেন।