• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ খাগড়াছড়িতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মানিকছড়িতে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন : চালু রয়েছে সব কয়টি ইউনিট লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিন মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা

মাটিরাঙ্গায় কৃষি ভিত্তিক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: / ১০৫ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার::

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সবুজ আলী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ’র সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সেলিম রানা, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় সহকারি সম্প্রসারন কর্মকর্তা মো. আব্দুর রহিম মজুমদার, কৃষিবিদ মো. নুর আলম, ছাড়াও সরকারী কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং হিমাগার নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি সহায়তা বাড়ানোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ