স্টাফ রিপোর্টার::
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সবুজ আলী।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ’র সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সেলিম রানা, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় সহকারি সম্প্রসারন কর্মকর্তা মো. আব্দুর রহিম মজুমদার, কৃষিবিদ মো. নুর আলম, ছাড়াও সরকারী কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং হিমাগার নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি সহায়তা বাড়ানোর দাবি জানান।