• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ খাগড়াছড়িতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মানিকছড়িতে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন : চালু রয়েছে সব কয়টি ইউনিট লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিন মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা

জাতীয় পুরস্কার পেলেন মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্ক

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি:: / ১১৯ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি::
২০১৮-১৯ অর্থবছরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মরাডলু মৌজায় অবৈধ দখলদারদের থেকে উদ্ধারকৃত একশত ৬৫ একর জমিতে গড়ে উঠা” মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো ট্যুরিজম পার্ক”কে ১০০ বিলুপ্ত প্রজাতির ২৫ হাজার বৃক্ষ রোপন করে একটি অনন্য ইকো ট্যুরিজম স্পট গড়ে তোলায় এবারের বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় পুরস্কার অর্জনে সক্ষম হয়।

বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশ ও অর্থনীতি সমৃদ্ধকরণে এই পার্কটিকে একটি অনন্য ইকো ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মানিকছড়ি ডিসি পার্কে ১০০ প্রজাতির ২৫ হাজার গাছের চারা রোপন ও রক্ষণাবেক্ষণে বিশেষ এই উদ্যোগকে স্বীকৃতি হিসেবে “বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪ ” এর জন্য ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ট্যুরিজম পার্ককে মনোনীত করা হয়। ফলে গতকাল বিশ্ব পরিবেশ দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া।

উল্লেখ যে, ২০১৮-২০১৯ অর্থবছরে তৎকালীন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাসের নির্দেশে তৎকালীন ইউএনও রুবাইয়া আফরোজ উপজেলার বাটনাতলী ইউনিয়নের মরাডলু মৌজার অন্দরে কতিপয় ব্যক্তিদের জবর-দখলে থাকা ১৬৫ একর উদ্ধার করেন। পরবর্তী ২০২৩ সালে সাবেক জেলা প্রশাসক সহিদুজ্জামান, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর নিরলস প্রচেষ্টায় ” মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো ট্যুরিজম পার্ক” নামকরণ করে সেখানে ১০০ বিলুপ্ত প্রজাতির ২৫ হাজার নানা প্রজাতির বৃক্ষ রোপন করা হয় ।

পরবর্তীতে ইউএনও সাদিয়া নূরীয়া, তাহমিনা আফরোজ ভুঁইয়া এটিকে আরও নয়নাভিরাম ও প্রাকৃতিক সৌন্দর্যে রুপ দিতে এবং পর্যটক বান্ধব করতে নানামুখী উদ্যোগ গ্রহন করে জেলার আকর্ষণীয় পর্যটন শিল্পে রুপ দিতে উন্নয়ন অব্যাহত রাখেন। এরই অংশ হিসেবে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪ প্রাপ্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন।

বুধবার পুরস্কার গ্রহন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া অর্জিত পুরস্কার অর্জনে সাবেক ও বর্তমান জেলা প্রশাসক, ইউএনও, বনবিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট অফিস স্টাফ, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, পর্যটকসহ সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ