রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের স্টাফের মৃত্যুর খবর গবেষণা মসজিদের মাইকে প্রচার করায় কেন্দ্র প্রধানের হাতে ইমামকে লাঞ্ছিত এবং নবীকরিম (সাঃ)সুন্নাত দাঁড়ি নিয়ে কটাক্ষ সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ন্যায় বিচারের দাবীতে খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ,রামগড় শাখার উদ্যোগে দুপুর ১২টার সময় রামগড় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
রামগড় উপজেলা ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা শহিদ উল্লাহ এর সভাপতিত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,রামগড় উপজেলা ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মালেক,যুগ্ন সম্পাদক হাফেজ ইউসুফ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদ পাঠাগার কেয়ারটেকার মাওলানা মোঃসাইফুল ইসলাম,প্রচার সম্পাদক হাফেজ আব্দুল হান্নান মানছুর,ও হাফেজ জুনাইদ বিন সাঈদ প্রমুখ।
এবিষয়ে খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা শহিদ উল্লাহ জানান রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের মসজিদের ইমাম মাওলানা এমদাদুর রহমান (মামুন)কে কেন্দ্র প্রধান ড.এস এম ফয়সাল লাঞ্ছিত ও দাঁড়ি নিয়ে কটাক্ষ করায় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনাতে ন্যায় বিচারের দাবীতে ৫সেপ্টেম্বর রামগড় উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।মাওলানা শহিদ উল্লাহ আরো জানান আমরা রামগড়ের স্থানীয় বাসিন্দা আমরা কখনো চাইনা রামগড়ের আশেপাশে কোন ইমাম লাঞ্জিত হোক,যদি অনতিবিলম্বে কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা জেলা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেবো।
উল্লেখ গত ২সেপ্টেম্বর রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের অফিস স্টাফ মুজিবুর রহমানের মৃত্যুর শোক সংবাদ কৃষি গবেষণা কেন্দ্রের মসজিদ মাইকে প্রচার করায় কেন্দ্র প্রধান ইমামকে লাঞ্জিত ও ইমামের দাঁড়ি নিয়ে কটাক্ষ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত