শফিক ইসলাম, মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ৫ জুন ২০২৫, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “Ending Plastic Pollution” বা “প্লাস্টিক দূষণের অবসান”।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।
এই কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং বাস্তবায়নে সহযোগিতা করে Community Resilience through Locally Led Inclusive Adaptation in CHT (CoRLIA) প্রকল্প। এছাড়াও এতে সহায়তা প্রদান করে ইআরআরডি-সিএইচটি, ইউএনডিপি এবং কানাডা সরকার।
আলোচনা সভায় বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশ সচেতন জনগণ।
অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অংশগ্রহণমূলক উদ্যোগের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।