সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি:: :
রাজবাড়ীর গোয়ালন্দে একটি বাঘাইড় মাছ ৪৯ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ৩৭ কেজি। গতকাল বুধবার (২৫ জুন) ভোরে উপজেলার মজলিশপুর এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে জেলে তোরাপ হাওলাদারের জালে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লার কাছে বাঘাইড়টি বিক্র করেন ওই জেলে।
মাছটির ক্রেতা দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেশি দামে বিক্রির আশায় জেলে তোরাপ হাওলাদারের কাছ থেকে ৩৭ কেজি ওজনের ওই বাঘাইড়টি ৪৯ হাজার ৯৫০ টাকায় আমি কিনেছি। ক্রেতা পেলে সামান্য লাভে বাঘাইড়টি বিক্রি করবো।