হ্যাপী করিম,(মহেশখালী) প্রতিনিধি:;
সারা দেশের ন্যায় একযোগে কক্সবাজার জেলার মহেশখালীতে কাব স্কাউটদের দিনব্যাপী কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়েছে।
২৩ ই জুন (সোমবার) মহেশখালী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং মহেশখালী উপজেলা স্কাউটস এর আয়োজনে দিনব্যাপী ওই কাব কার্ণিভালের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সংগীত ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উদ্বোধন ঘোষণা করেন.. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মোঃ হেদায়েত উল্ল্যাহ এতে উপজেলা স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক আজিজুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন..জেলা স্কাউটস সহকারী কমিশনার প্রধান শিক্ষক হুমায়ুন কবির আযাদ, সিনিয়র শিক্ষক শামীম ইকবাল, উপজেলা স্কাউটস সম্পাদক এম গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ আনচার উল্লাহ হেলালী, স্কাউটস লিডার শওকত ওসমান, স্কাউটস লিডার গফুর আলম, স্কাউটস লিডার নাছির উদ্দিন, কাব স্কাউটস লিডার মাসুক’সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ কাব কার্নিভালে উপজেলার ৩০ টি বিদ্যালয়ের ১৮০ জন কাব স্কাউটার ও ৩০ জন কাব স্কাউটস লিডার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কাব কার্ণিভালে অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।