ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ পেলেন মাদার তেরেসা সম্মাননা স্মারক পুরস্কার ২০২৪।
গতকাল রবিবার (২২ জুন) সন্ধ্যায় ঢাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে উদীয়মান বাংলাদেশ কর্তৃক আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে মাদার তেরেসা সম্মাননা ২০২৪ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক নির্বাচন কমিশনার ও সচিব ড: জাকারিয়া।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা বেগম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক নাহিদ সোলতানা, লায়ন রোকেয়া হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও পুঁথি সম্রাট হাসিনা মমতাজ।
এসময় শিক্ষক, বুদ্ধিজীবী গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক অনুষ্ঠানে লোকমান আহমেদ বলেন, এই পুরস্কার আমাকে সমাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে দিল। একজন জিয়ার সৈনিক হিসেবে আমি আমৃত্যু জনগণের পাশে থেকে কাজ করতে চাই।। আমার প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা কাপ্তাই উপজেলা পরিষদের ১ম চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল শুক্কুর এর জীবন দশায় মানুষের পাশে যেভাবে কাজ করে গেছেন, ঠিক তাই অনুশীলন করে বাকী জীবন টা কাটাতে চাই। এজন্য আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবার সহযোগিতা কামনা করছি।