• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ খাগড়াছড়িতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মানিকছড়িতে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন : চালু রয়েছে সব কয়টি ইউনিট লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিন মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার:: / ১২২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার::

পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে গুইমারা রিজিয়নের অধীন ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। এরই ধারাবাহি কতায় মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশকবাড়ী আর্মি ক্যাম্পের অন্তর্গত থংথং পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা এবং বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।

সোমবার (২৩জুন) সকাল সাড়ে ৯টার দিকে শিশকবাড়ী আর্মি ক্যাম্পের অধীন দুর্গম থংথং পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের আরএমও ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী।

মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে রাবার বাগান মন্দির ও ভজেন্দ্রপাড়া মন্দির নির্মাণের জন্য আট বান্ডিল ঢেউটিন, ৩০ জন পাহাড়ী ও বাঙ্গালীকে খাদ্য সামগ্রী এবং শিশকবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

একইদিন মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশকবাড়ী আর্মি ক্যাম্পের অধীন দুর্গম থংথং পাড়া এলাকায় চিকিৎসা বঞ্চিত পাহাড়ী-বাঙালী জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে মাটিরাঙ্গা সেনা জোন।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারিয়া দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে পাঁচ শতাধিক পাহা‌ড়ি বাঙ্গালীর মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

একই সময় বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে দুইজন পাহাড়ী নারীকে চিকিৎসার সেবা গ্রহণের নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সুসম্পর্ক অটুট রাখতে
সেনাবাহিনীর এরকম মানবিক উদ্যোগ ইতিবাচক দুর্গম জনপদে সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ