স্টাফ রিপোর্টার::
খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতিতে এক ব্যবসায়ীর গুদামে মিলল ১৮ মে. টন সরকারি খাদ্যশষ্য (চাল ও গম)।
সোমবার (২৩ জুন) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গার গোমতি বাজারে অভিযান চালিয়ে এসব চাল ও গম জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। এসময় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহাম্মদ ও গুমতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোমতি বাজারে মো. মমতাজ উদ্দিনের ভাড়া গুদামে সরকারি খাদ্যশষ্য মজুদ আছে বলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে সেখানে অভিযান চালান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। অভিযানকালে ব্যবসায়ী মো. মমতাজ উদ্দিনের মালিকানাধীন গুদাম থেকে ১৮ মে.টন চাল ও গম জব্দ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, খবর পেয়ে আমরা গুমতি বাজারে ব্যবসায়ী মো. মমতাজ উদ্দিনের মালিকানাধীন গুদামে অভিযান চালাই। এ সময় তার গুদামে মজুদ করা ১৮ মে. টন চাল ও গম জব্দ করা হয়। এসময় সরকারী চাল ও গম অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ী মো. মমতাজ উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে এ ঘটনায় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহাম্মদকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুমতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান জব্দকৃত গম ও চাল পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।