হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি::
মহেশখালী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও ধর্মীয় চিন্তাবিদ মাওলানা শফিকুল্লাহ খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ শে জুন (শনিবার) বিকালে মহেশখালী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন… মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক এম তারেক রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন.. মহেশখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ছালামত উল্লাহ বিএ। তিনি বলেন,“মাওলানা শফিকুল্লাহ খাঁন ছিলেন একজন আপোষহীন সাংবাদিক, যিনি জীবনের শেষদিন পর্যন্ত কলম ও কণ্ঠ দিয়ে সত্য প্রতিষ্ঠার জন্য লড়েছেন। তিনি ছিলেন মহেশখালীর সংবাদপাড়ার এক উজ্জ্বল নক্ষত্র।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন.. মহেশখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি মকসুদুর রহমান, সদস্য সরওয়ার কামাল, মহেশখালী প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক গণসংযোগ প্রতিনিধি এইচ এম করিম, দৈনিক আমাদের কক্সবাজার এর প্রতিনিধি মহি উদ্দীন’সহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, শফিকুল্লাহ খাঁন শুধু সংবাদকর্মী নন, তিনি ছিলেন সমাজ সংস্কারক, আলেম ও সমাজের পথপ্রদর্শক।
আলোচনা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।