• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়িতে নিয়োগবিধি সংশোধন সহ ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থাসন কর্মসূচি  সেনাবাহিনী কর্তৃক মানব কল্যাণে মানবিক সহায়তা প্রদান পার্বত্য উপদেষ্টার অপসারনসহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে পবিত্র আশুরায় হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল রামগড়ে চোলাইমদ সহ পলাতক আসামী গ্রেফতার

পার্বত্য অঞ্চলে দেশি ফলের সম্ভাবনা অপরিসীম: পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, উপজেলা প্রতিনিধি, পানছড়ি:: / ২২৫ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

আনোয়ার হোসেন,পানছড়ি প্রতিনিধি::

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অনুষ্ঠিত হলো জাতীয় ফল মেলা-২০২৫ যার প্রতিপাদ্য ছিল “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”। বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইব্রাহীম খলিল (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ  মো. জসীম উদ্দিন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ফল প্রদর্শনীতে ছিল পাহাড়ি অঞ্চলের বৈচিত্র্যময় ফল

মেলায় দেশি ও উন্নত জাতের ফলের সমারোহ ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীতে ছিল হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালি ও কেসার জাতের আম, ড্রাগন ফল, টপ লেট জাতের আনারস, মালটা, পেয়ারা, জামরুল এবং বারি জাতের কিছু বিশেষ ফল।

খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার পাহাড়ি জমিতে ফল চাষের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। উঁচু-নিচু জমি, উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে ড্রাগন ফল, মাল্টা, কমলা, আনারস, আমসহ বহু ফলের বাণিজ্যিক চাষ দিন দিন বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে উন্নত জাতের চারা রোপণ ও কৃষক প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন ও আয় উভয়ই বাড়ছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন,
দেশীয় ফলের চাষ বাড়াতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। পার্বত্য এলাকার জনগণ যদি বাড়ির আঙিনায় ফল গাছ রোপণ করেন, তাহলে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করেও লাভবান হতে পারবেন।

উপজেলা কৃষি অফিসার ইব্রাহীম খলিল (ভা.) বলেন,
আমরা পার্বত্য এলাকার কৃষকদের মাঝে উন্নত জাতের চারা বিতরণ ও প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। ফল চাষের মাধ্যমে একদিকে পুষ্টি চাহিদা পূরণ, অন্যদিকে আর্থিক সাশ্রয় ও আয় দুটোই সম্ভব।

অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন বলেন,
এই ধরনের মেলা সামাজিক সচেতনতা তৈরি করে। পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও দেশীয় ফল চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষক, ও সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনটি উপজেলার কৃষি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ