স্টাফ রিপোর্টার::
পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
১৯ জুন বৃহস্পতিবার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন সদরে জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা সামগ্রী, দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থসহ আরো অন্যান্য সামগ্রী প্রদান করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি পি এস সি, জি।
জোন কমান্ডার উপস্থিত সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অপরকে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন এবং পাহাড়ের সকল ধরনের অপশক্তি প্রতিহত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।