মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)::
লংগদু উপজেলার ভাসান্যাদমে ইউনিয়নে মশলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় হর্টিকালচার সেন্টার, লংগদু এর উদ্যোগে দুই দিনব্যাপী এক কৃষক-কৃষাণী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার ১৮(জুন) সকালে ভাস্যান্না আদম ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে হলরুমে উক্ত প্রশিক্ষণে প্রথম দিনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ জনাব অভিজিৎ পাল। উক্ত প্রশিক্ষণে পিয়াজ, মরিচ, হলুদ, আদা, রসুন, বিলাতি ধনিয়াসহ বিভিন্ন ধরনের মশলার কৃষি গবেষণা কতৃক ছাড়কৃত উন্নত জাতসমূহের পরিচিতি চাষাবাদ কলাকৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়াও বস্তায় আদা, ছায়াযুক্ত স্থানে আদাসহ, হলুদ চাষের উপর আলোচনা করেন, হর্টিকালচার সেন্টার, লংগদুর উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ।
এসময় উপসহকারী উদ্যান নাসির উদ্দীনসহ কৃষক-কৃষানীরা উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহন করেন।