আনোয়ার হোসেন, পানছড়ি, খাগড়াছড়ি (প্রতিনিধি)::
দীর্ঘ ১৮ বছর পর অবশেষে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে গঠিত হলো এডহক কমিটি। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার অন্যতম পুরাতন এ শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ কমিটি ছাড়াই পরিচালিত হচ্ছিল। সম্প্রতি *মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড* থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সাহেদুল হোসেন সুমন,সভাপতি, মো: আবুল কাসেম, শিক্ষক সদস্য এবং মোঃ তোফাজ্জল হোসেন অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটি গঠনের খবর নিশ্চিত করে নবনিযুক্ত সভাপতি সাহেদুল হোসেন সুমন বলেন,
*”আমরা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। এতদিন যেভাবে বিদ্যালয়টি চালানো হচ্ছিল, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অরাজকতা ও অনিয়ম দূর করে স্বচ্ছতা প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।”*
শিক্ষক প্রতিনিধি মো: আবুল কাসেম জানান,
*”শিক্ষকদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা দীর্ঘদিনের। শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং ফলাফলের মান উন্নয়নের দিকেই আমরা প্রথমে নজর দেব।”*
অভিভাবক সদস্য মোঃ তোফাজ্জল হোসেন বলেন,
*”অভিভাবকদের সঙ্গে কোনো সংযোগ ছিল না বললেই চলে। এখন থেকে তাদের যুক্ত করে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করা হবে।”*
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, *জ্ঞান প্রভাত তালুকদার অবসর নেওয়ার পর থেকে প্রায় এক দশক ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন অলি আহাম্মদ*। তবে তার সময়কালে প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ক্রমেই অবনতির দিকে গেছে বলে অভিযোগ রয়েছে।
একাধিক শিক্ষক ও অভিভাবক অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তিনি প্রশাসনিক দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হয়েছেন। তার আমলে:
* শিক্ষকদের মাঝে বিভাজন*তৈরি হয়, কিছু শিক্ষক নিয়মিত হলেও বাকিরা উপেক্ষিত ছিলেন।
* *ফলাফলের মান আশঙ্কাজনকভাবে নিচে নেমে আসে, বিশেষ করে এসএসসি পরীক্ষায় বিদ্যালয় পিছিয়ে পড়ে।
* *শিক্ষার্থীদের উপস্থিতি হ্রাস পায়,অনুপ্রেরণার অভাবে অনেকেই ঝরে পড়ে।
* বিদ্যালয়ের আর্থিক ও দাপ্তরিক কার্যক্রমে *স্বচ্ছতার অভাব লক্ষ করা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র শিক্ষক বলেন,
“শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্বহীনতা থাকলে কেমন অবস্থা হয়, তার বাস্তব উদাহরণ এই বিদ্যালয়। কর্তৃত্বের অভাব, অনিয়মিত শিক্ষক সভা, সিদ্ধান্তহীনতা — সবকিছু মিলিয়ে বিদ্যালয়ের ভেতরে গন্তব্যহীনতা তৈরি হয়েছিল।”
এডহক কমিটির সদস্যরা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে এনে নিয়মিত পরিচালনা কমিটি গঠনের কাজ শুরু করবেন। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবার তার সুনাম ফিরে পাবে এই আশাই করছেন সংশ্লিষ্টরা।