• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়িতে নিয়োগবিধি সংশোধন সহ ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থাসন কর্মসূচি  সেনাবাহিনী কর্তৃক মানব কল্যাণে মানবিক সহায়তা প্রদান পার্বত্য উপদেষ্টার অপসারনসহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে পবিত্র আশুরায় হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল রামগড়ে চোলাইমদ সহ পলাতক আসামী গ্রেফতার

অব্যবস্থাপনার দীর্ঘ ছায়া কাটিয়ে নতুন দিগন্তে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়

আনোয়ার হোসেন, পানছড়ি, খাগড়াছড়ি (প্রতিনিধি):: / ২৬১ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

আনোয়ার হোসেন, পানছড়ি, খাগড়াছড়ি (প্রতিনিধি)::

দীর্ঘ ১৮ বছর পর অবশেষে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে গঠিত হলো এডহক কমিটি। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার অন্যতম পুরাতন এ শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ কমিটি ছাড়াই পরিচালিত হচ্ছিল। সম্প্রতি *মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড* থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সাহেদুল হোসেন সুমন,সভাপতি, মো: আবুল কাসেম, শিক্ষক সদস্য এবং মোঃ তোফাজ্জল হোসেন অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটি গঠনের খবর নিশ্চিত করে নবনিযুক্ত সভাপতি সাহেদুল হোসেন সুমন বলেন,
*”আমরা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। এতদিন যেভাবে বিদ্যালয়টি চালানো হচ্ছিল, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অরাজকতা ও অনিয়ম দূর করে স্বচ্ছতা প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।”*

শিক্ষক প্রতিনিধি মো: আবুল কাসেম জানান,
*”শিক্ষকদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা দীর্ঘদিনের। শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং ফলাফলের মান উন্নয়নের দিকেই আমরা প্রথমে নজর দেব।”*

অভিভাবক সদস্য মোঃ তোফাজ্জল হোসেন বলেন,
*”অভিভাবকদের সঙ্গে কোনো সংযোগ ছিল না বললেই চলে। এখন থেকে তাদের যুক্ত করে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করা হবে।”*

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, *জ্ঞান প্রভাত তালুকদার অবসর নেওয়ার পর থেকে প্রায় এক দশক ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন অলি আহাম্মদ*। তবে তার সময়কালে প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ক্রমেই অবনতির দিকে গেছে বলে অভিযোগ রয়েছে।

একাধিক শিক্ষক ও অভিভাবক অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তিনি প্রশাসনিক দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হয়েছেন। তার আমলে:

* শিক্ষকদের মাঝে বিভাজন*তৈরি হয়, কিছু শিক্ষক নিয়মিত হলেও বাকিরা উপেক্ষিত ছিলেন।
* *ফলাফলের মান আশঙ্কাজনকভাবে নিচে নেমে আসে, বিশেষ করে এসএসসি পরীক্ষায় বিদ্যালয় পিছিয়ে পড়ে।
* *শিক্ষার্থীদের উপস্থিতি হ্রাস পায়,অনুপ্রেরণার অভাবে অনেকেই ঝরে পড়ে।
* বিদ্যালয়ের আর্থিক ও দাপ্তরিক কার্যক্রমে *স্বচ্ছতার অভাব লক্ষ করা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র শিক্ষক বলেন,
“শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্বহীনতা থাকলে কেমন অবস্থা হয়, তার বাস্তব উদাহরণ এই বিদ্যালয়। কর্তৃত্বের অভাব, অনিয়মিত শিক্ষক সভা, সিদ্ধান্তহীনতা — সবকিছু মিলিয়ে বিদ্যালয়ের ভেতরে গন্তব্যহীনতা তৈরি হয়েছিল।”

এডহক কমিটির সদস্যরা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে এনে নিয়মিত পরিচালনা কমিটি গঠনের কাজ শুরু করবেন। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবার তার সুনাম ফিরে পাবে এই আশাই করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ