• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়িতে নিয়োগবিধি সংশোধন সহ ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থাসন কর্মসূচি  সেনাবাহিনী কর্তৃক মানব কল্যাণে মানবিক সহায়তা প্রদান পার্বত্য উপদেষ্টার অপসারনসহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে পবিত্র আশুরায় হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল রামগড়ে চোলাইমদ সহ পলাতক আসামী গ্রেফতার

মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: / ১৫৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার::

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাববাহিকতা রক্ষাসহ মাদকমুক্ত সমাজ বিনির্মানে বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে মন্তব্য করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইব্রাহিম আধহাম পিএসসি-জি মাটিরাঙ্গা সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান। মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাংসহ যে কোন অপরাধ নির্মুলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইব্রাহিম আধহাম পিএসসি-জি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দসহ নাগরিক সমাজের সর্বাত্ব সহযোগিতা কামনা করে মাটিরাঙ্গা জোন কমান্ডার মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইব্রাহিম আধহাম পিএসসি-জি বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মানে খেলাধুলা গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুপম দে, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসিবুল হক , গুইমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপংকর মন্ডল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর মাওলানা আব্দুল জলিল,
মাটিরাঙ্গা রেঞ্জ অফিসারের প্রতিনিধি তৌহিদুর রহমান লিটন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুন ও মাটিরাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও.দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় সামরিক বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ