স্টাফ রিপোর্টার::
যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ।
১৫ জুন রবিবার সকালে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স এর নির্দেশনায় *সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প* এর আওতায় জোনের আওতাধীন লাইফু কুমার কার্বারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
মেডিক্যাল ক্যাম্পেইনে উত্তর-পশ্চিম কেয়াপাড়া, পংপাড়া, মুসলিমপাড়া, ইসলামপুর, হাসানটিলাসহ আশেপাশে অবস্থিত বিভিন্ন এলাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়। সর্বমোট ২৭০ জন (পাহাড়ি ১৬৮ জন এবং বাঙালি ১০২ জন) চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করে।
এইসময় উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)এএমসি, মেডিক্যাল অফিসার, ডা:মেজর মাসুম রানা,