• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
লংগদুতে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর পর্যটনের লেক পরিস্কার করছে রামগড় বিএনপি কাপ্তাই ইউএনও’র হস্তক্ষেপে মুক্তি মিললো ভাতের হোটেলে কাজ করা ৪ শিশুর অব্যবস্থাপনার দীর্ঘ ছায়া কাটিয়ে নতুন দিগন্তে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে সাজেকবাসী মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার কাপ্তাইয়ে কর্ণফুলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন রামগড় একতা সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন করেছে ২৩ বিজিবি খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা

মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মানবিক উদ্দ্যোগ, ঈদ উপকরণ হিসেবে গরুর মাংস বিতরণ

শফিক ইসলাম, মহালছড়ি উপজেলা প্রতিনিধি / ১১০ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫

শফিক ইসলাম, মহালছড়ি

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ঈদ উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমিতির পক্ষ থেকে উপজেলার ২১ টি দুঃস্থ পরিবারের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (৬ জুন) সকালে ঈদ উপকরণশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিপ্লব দাস ও সাধারণ সদস্য মোহাম্মদ জুয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

সমবায় সমিতির পক্ষ থেকে বক্তারা বলেন, “ঈদের আনন্দ সবাইকে সমানভাবে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তারা আরও জানান, মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি সব সময় সামাজের উন্নয়ন মূলক কাজের সাথে সম্পৃক্ত ভবিষ্যতে এমন সামাজিক উদ্যোগ আরও বিস্তৃতভাবে চলবে।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় গরিব পরিবারগুলো ঈদের আনন্দ উপভোগ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সুধীবৃন্দ। সমিতির সদস্যরা সকলের সহযোগিতা কামনা করে আগামীতেও সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঈদ উপকরণ গ্রহণ শেষে উপকরণ গ্রহীতারা বলেন, আমরা ঈদের আগেই গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবো কল্পনাও করতে পারিনি, কিন্তু কাঠ ব্যবসায়ী সমিতি আমাদের সে সুযোগ করে দিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ