মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি::
খাগড়াছড়ি দীঘিনালার বাবুছড়ায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের (৭বিজিবি) ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১লা জুন) দুপুরে ৭বিজিবি’র উদ্যোগে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র উপ মহাপরিচালক এবং খাগড়াছড়ি সেক্টর কমান্ডার মোঃ আব্দুল মোস্তাকিম,
বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ৭বিজিবি’র অধিনায়ক
লেঃকর্নেল এস এম রেজাউর রহমান, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলসহ উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি’র কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ৭বিজিবি প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্য অনেক অবদানের কথা তুলে ধরে বলেন, প্রতিষ্ঠার পর থেকে গৌরবোজ্জ্বল ইতিহাস, পেশাদারিত্ব, সীমান্ত নিরাপত্তায় অবদান এবং দেশপ্রেমের অনেক ভূমিকা রয়েছে। বিজিবি সদস্যদের আত্মত্যাগ ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
পরে অতিথিরা ৭বিজিবি’র ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এছাড়াও সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে