• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে সাজেকবাসী মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার কাপ্তাইয়ে কর্ণফুলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন রামগড় একতা সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন করেছে ২৩ বিজিবি খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মানবিক উদ্দ্যোগ, ঈদ উপকরণ হিসেবে গরুর মাংস বিতরণ ঈদ-উল আযহা উপলক্ষে পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের উপহার সামগ্রী বিতরণ। মহালছড়িতে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস ২০২৫ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ পানছড়িতে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানে ছাগল ও শুকর বিতরণ দৌলতদিয়া পোড়াভিটা থেকে মাদক সেবী ও মাদক কারবারি আটক

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ২ লাখ ৩৮ হাজার ৫ শত টাকা

স্টাফ রিপোর্টার:: / ২৮৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার::

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৭ মে ২০২৫ তারিখ ভোক্তা-অধিকারের ০৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার এম এ বারি সড়ক এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে পার্টস গ্যালারি-কে ০৭ হাজার টাকা ও বাইক ওয়ালা-কে ০৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০২ টি প্রতিষ্ঠান-কে মোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার মাইজপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে মেসার্স রাকিব হোমিও ক্লিনিক-কে হাজার ২ হাজার টাকা, মেসার্স শেখ ফার্মেসী-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা এবং মায়ের আশা ফল ভান্ডার-কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ শত টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০৩ টি প্রতিষ্ঠান-কে মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার কানাইতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর বেকারি-কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০১ টি প্রতিষ্ঠান-কে মোট ৫০ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা মোড় ও মধুগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে উজ্জ্বল ট্রেডার্স-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠান-কে মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার হাসপাতাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ওয়ান্ডার ফুড-কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণদের করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ০১ টি প্রতিষ্ঠান-কে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স চঞ্চল স্টোর-কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০১ টি প্রতিষ্ঠান-কে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে চিতলমারী উপজেলার বাকেরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে খাদিজা হোটেল-কে পরিমাপে কারচুপি করার অপরাধে ৫ হাজার টাকা ও শিকদার মেডিকেল হল-কে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না কারার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ০৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার মিল বাজার এলাকায় অভিযান চালিয়ে লাকি ভ্যারাইটিজ স্টোর-কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ০৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে মিরপুর উপজেলার কাতলামারী বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স হক এলপিজি ফিলিং স্টেশন-কে যথাযথ পন্য সরবরাহ না করা ও সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্য করার অপরাধে ১লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে ১৩ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ