ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ” একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) এর উদ্যোগে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রাম।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট মুহাম্মদ আবদুল কুদ্দুছ মানিক।
এসময় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি এম. হারুনুর রশিদ মুনিরী, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ছাদেক হোসেন, সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবদুর রহিম সিকদার ও প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম।
বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর(পাওয়ার) প্রকৌশলী রহমত উল্লাহ, আইডিজি-ASSET প্রজেক্টের ফোকাল পার্সন প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রহমত উল্ল্যাহ, সুমন চাকমা প্রমূখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা চৈত্রী বড়ুয়া-এর সঞ্চালনায় স্থানীয় মিনা সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীগোষ্ঠী, নাট্যদল ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মধ্যে ছিল সংগীত ও নৃত্য।
প্রোগ্রামটির মাধ্যমে কারিগরি শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয় বলে আয়োজকরা জানান।