স্টাফ রিপোর্টার::
মো. জালাল উদ্দিন লিয়নকে সভাপতি ও মো. আরিফুর রহমান-কে সাধারণ সম্পাদক ও মো. খলিল হোসেন-কে সাংগঠনিক সম্পাদক করে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলেরর সভাপতি মো. আরিফুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. রবিউল হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক কিশোর ত্রিপুরা।
আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নিকট জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে ওই চিঠিতে।
এদিকে লিয়ন-আরিফের নেতৃত্বাধীন কমিটিকে অভিনন্দন জানিয়েছে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারন শিক্ষার্থীরা।