ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ এ প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণ সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। এসময় তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম হিসাবে শিক্ষার্থীরা সাহিত্য সাংস্কৃতিক এবং খেলাধুলা চর্চা করলে তাদের সৃজনশীল প্রতিভা বিকশিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক নাজমা বেগম এর সভাপতিত্বে শিক্ষক বুলবুলি কর্মকার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি ইব্রাহিম হাবিব মিলু, সদস্য বিজয় মারমা ও মো: ইব্রাহিম, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরনবী এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।