• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
লংগদুতে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর পর্যটনের লেক পরিস্কার করছে রামগড় বিএনপি কাপ্তাই ইউএনও’র হস্তক্ষেপে মুক্তি মিললো ভাতের হোটেলে কাজ করা ৪ শিশুর অব্যবস্থাপনার দীর্ঘ ছায়া কাটিয়ে নতুন দিগন্তে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে সাজেকবাসী মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার কাপ্তাইয়ে কর্ণফুলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন রামগড় একতা সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন করেছে ২৩ বিজিবি খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার:: / ১২১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার::

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে বি‌শেষ মান‌বিক আর্থ সামাজিক কর্মসূ‌চির আওতায় মাটিরাঙ্গা সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় দু:স্থ, অসহায় জনগনের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯ টার দি‌কে সাপমারা আর্মি ক্যাম্পের আওতাধীন নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সহায়তা প্রদান ক‌রেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে স্থানীয় ৬ জন দু:স্থ পাহাড়ি নারী ও ৯ জন অসচ্ছল পাহাড়ি শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি একটি অস্বচ্ছল পাহাড়ি পরিবারকে বাড়ি নির্মাণে সহায়তা হিসেবে টিন এবং ৩৫ জন পাহাড়ি ও বাঙালিকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।

একইদিন মাটিরাঙ্গা জোনের সাপমারা আর্মি ক্যাম্পের আওতাধীন নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে মাটিরাঙ্গা সেনা জোন।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিল্টন ত্রিপুরা দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে পাঁচ শতাধিক পাহা‌ড়ি বাঙ্গালীর মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল ইব্রাহিম আধহাম সেবা গ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করে বলেন, সেনাবাহিনী পাহাড়ে শুরু থেকেই সাধারণ মানুষের মানবিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। তিনি পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সুসম্পর্ক অটুট রাখতে সবার সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনীর মানবিক তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ