আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি::
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক ইউপি সদস্য এবং বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য মো. মহিবুল হক বাহার গতকাল সকালে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ( ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। সংসারে স্ত্রী, ২পুত্র ও ১কন্যা সন্তানসহ বহুআত্মীয়স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এম.এন আফসার, উপজেলা বিএনপি’র সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, মানিকছড়ি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলী, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মোশাররফ হোসেন, উপজেলা গ্র্যাজুয়েট ফোরামের সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ জেলা ও উপজেলা বিএনপি পরিবারের সদস্য, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রয়াতের শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা এবং প্রয়াতের আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন।
সোমবার বাদ জোহর বাটনাতলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।