মাগুরা জেলায় মোঃ আশরাফুল আলম সাগর নামে এক সাংবাদিক অভিযোগ করেছেন মোহাম্মদপুর উপজেলার নিবার্হী কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে তাকে আটক করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১২ টায় মাগুরার সাংবাদিক সমাজের আয়োজনে মাগুরা সরকারি কলেজের সামনে মানববন্ধন করা হয়।
সংবাদ আশরাফুল আলম সাগর অভিযোগ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গরীবদের দেয়া উপহারের ঘর তৈরীর অনিয়মের নিউজ ও ঘরের অনিয়মের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দরখাস্ত করতে সাহায্য করায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল ঘর পাওয়া ব্যাক্তিদের ভয় দেখিয়ে উল্টো তার বিরুদ্ধে মামলা করতে বাধ্য করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোঃআশরাফুল আলম সাগরের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে তার উপর করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ ঘটনাটি বিশদ ভাবে তদন্তের অনুরোধ জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত