• শনিবার, ২১ জুন ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাস্তা নয় এ যেন মরণফাঁদ: যশোর সাতক্ষীরা মহাসড়ক পার্বত্য অঞ্চলে দেশি ফলের সম্ভাবনা অপরিসীম: পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত দুস্থ ও অসহায়দের মানবিক সহায়তা দিল সেনাবাহিনী বর্ষায় এদের কদর বাড়ে লংগদুতে সেনা জোনের উদ্যোগে সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা লংগদুতে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর পর্যটনের লেক পরিস্কার করছে রামগড় বিএনপি কাপ্তাই ইউএনও’র হস্তক্ষেপে মুক্তি মিললো ভাতের হোটেলে কাজ করা ৪ শিশুর অব্যবস্থাপনার দীর্ঘ ছায়া কাটিয়ে নতুন দিগন্তে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে সাজেকবাসী

সাজেকে বাবুধন চাকমার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাঘাইছড়ি প্রতিনিধি:- / ১৪৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বাঘাইছড়ি প্রতিনিধি:-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড এর উজোবাজার এলাকার বাসিন্দা বাবুধন চাকমার দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহষ্পতিবার (২২ মে) বিকালে বাঘাইহাট বাজার এলাকায় দিঘীনালা-সাজেক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুইশতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং বাবুধন চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “ইউপিডিএফ(মূল) এর মদদপুষ্ট সন্ত্রাসী বাবুধন চাকমার প্রকাশ্য চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জনজীবন অতিষ্ঠ। বিভিন্ন মহলে অভিযোগ জানালেও, সে এখনো গ্রেফতার হয়নি। এতে আমরা হতাশ। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”
এলাকাবাসী জানান, তাকে দ্রুত গ্রেফতার না করা হলে তারা সাজেক থানা ও বাঘাইহাট জোনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। বাবুন চাকমা সাধারণ সকল স্তরের পাহাড়ি দের জীবন নাসের হুমকি দিয়ে সকল সময় গঙ্গারাম বাজার, মাসালং বাজার, রেতকাবা মুখ সহ পুরো সাজেকে জোরপূর্বক মিছিল সমাবেশ করাতে বাধ্য করেন। এমন হীন কাজের জন্য প্রশাসন কে দূত আইনি পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করেন।

বাবুদন চাকমা প্রকাশ্য হুমকি দিয়ে সাধারণ পাহাড়ি ও বাংগালী দের বলেন আমি আমার দলের ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা এবং আমার সংগঠনের সশস্ত্র সদস্য দের সাথে যোগাযোগ রেখেছি প্রশাসন এবং সাধারণ জনগন তোমরা কেউ আমার কিছু করতে পারবেনা তোমরা আমার কথার বাহিরে গেলে কেউ জীবনে বাঁচতে পারবেনা।
এছাড়া ও বাবুন চাকমা হুমকি স্বরূপ বলেন স্বায়ীত্ব শাসন যত সময় পর্যন্ত বাস্তবায়ন না হবে সে সময় পর্যন্ত আমার দলের নিদর্শনা মোতাবেক তোমরা চলতে হবে। প্রশাসন কিছু বললে তাদের বিরুদ্ধে মানব বন্ধন করবো তোমারা জেনে রেখ
প্রশাসন আমাদের কাছে জিম্মি তাই এমন সন্ত্রাসী যে প্রকাশ্য হুমকি দিয়ে আসছে তাকে গ্রেপ্তার না করা হলে সাজেকে বড় ধরনের পাহাড়ি বাংগালী সাম্প্রদায়িক দাঙ্গা দিকে বাবুদন চাকমা নিয়ে যাবে।

বিগত বেশকিছু দিন যাবত ইউপিডিএফ(মূল) দলের বিচার বিভাগীয় সমন্বয়ক বাবুধন চাকমা স্থানীয় জনসাধারণ এর কাছ থেকে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি, নানারকম হুমকি দেওয়া ও বিভিন্ন সময়ে জোরপূর্বক অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে দিয়ে সাজেক সড়ক অবরোধ করে সাজেক পর্যটন ও স্থানীয় জনসাধারণ এর জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে আসছে এবং দেশ ও সাজেক পর্যটন এলাকাকে পুরো দেশ জাতী এবং বিশ্ব মন্ডলে কলঙ্কিত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ