স্টাফ রিপোর্টার::
পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচির আওতায় স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারন এবং মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।
বুধবার (২১ মে) দুপুর ২ ঘটিকার দিকে পলাশপুর জোন সদরে এই কর্মসূচির সভাপতিত্ব করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম।
বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে একটি মসজিদ, একটি মন্দির ছাড়াও ১০ জন স্থানীয় দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে সাড়ে ১৩ বান্ডিল ঢেউটিন, দুইটি পরিবারকে ২টি সেলাই মেশিন, একজন দরিদ্র শিক্ষার্থীকে পাঠ্যবই ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যান, ইলেকট্রিক সরঞ্জামাদি ও নলকূপ (পাইপসহ) প্রদান করা হয়। একই সাথে চার জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য এবং এক জন ছাত্রকে শিক্ষার জন্য নগদ আর্থিক অনুদান ও তিন জনকে মাসিক খাদ্য সামগ্রী প্রদানসহ সর্বমোট ১,৬৮,২০০/- টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।
একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহ‘র নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি এ জনপদের অন্তর্ভুক্ত মানবেতর জনগোষ্ঠীর চাহিদা পরিপূরণের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে।