আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি::
জাতীয় চা দিবসে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এম এম ইস্পাহানি গ্রুপের নেপচুন চা বাগান। টানা তিন’বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পাশাপাশি শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী শ্রমিক হিসেবে টানা দ্বিতীয়বার দেশসেরা হয়েছেন নেপচুন চা বাগানের সফল চা শ্রমিক জেসমিন আক্তার। এছাড়া ২০২২ সালেও দেশসেরা শ্রমিক নির্বাচিত হয়েছিলেন নেপচুন চা বাগানের উপলক্ষী ত্রিপুরা।
২১ মে বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার শেখ বশিরউদ্দীন এর হাত থেকে দেশসেরা চা পাতা চয়নকারী হিসেবে পুরস্কার ও সন্মাননা চেক গ্রহন করেন জেসমিন আক্তার। এছাড়া অতিথি হিসেবেও বক্তব্য রাখেন,আলোচিত জেসমিন আক্তার (গত বছরের দেশসেরা চা পাতা চয়নকারী হওয়ার কারণে)।
এম এম ইস্পাহানি গ্রুপের নেপচুন চা বাগান সূত্রে জানা গেছে, সারাদেশের ১৬৮টি চা বাগানের মধ্যে শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (শ্রমিক সম্পর্কিত পুরস্কার) -র স্হানে টানা তিনবার এম এম ইস্পাহানি গ্রুপের নেপচুন চা বাগানের দখলে। ১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২৭০০ একর আয়তন বিশিষ্ট পাহাড়-সমতল এলাকায় গড়ে উঠে এম এম ইস্পাহানি গ্রুপের এই নেপচুন চা বাগান। ২০০৯ সালে বৃক্ষ রোপনে দেশসেরা চা বাগান মনোনীত হয় নেপচুন চা বাগান। ২০২০ সালে গ্রীণ ফ্যাক্টরী এওয়ার্ড মনোনীত হয় নেপচুন চা বাগান। দীর্ঘ ৬৫ বছরে নেপচুন চা বাগান নানা সফলতার পাশাপাশি চা উৎপাদনেও শ্রেষ্ঠত্ব অর্জন করে চলছে। ২০২২ সালের চা পাতা চয়ন বা উত্তোলনে দেশসেরা চা শ্রমিক নির্বাচিত হয়েছিলেন নেপচুন চা বাগানের উপলক্ষী ত্রিপুরা। এরই ধারাবাহিকতায় ২০২৩ ও ২০২৪ সালেও (জানুয়ারি-ডিসেম্বর) সারাদেশের ১৬৮টি চা বাগানের মধ্যে চা পাতা উত্তোলন বা চয়নে সেরা শ্রমিক নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার।
২১মে বুধবার জাতীয় চা দিবসে দেশসেরা চা পাতা চয়নকারী হিসেবে বাণিজ্য উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহন করেন জেসমিন আক্তার। দেশসেরা চা শ্রমিক নির্বাচিত হওয়ার আনন্দে আবেগাপ্লুত জেসমিন আক্তার বলেন, আমি গত ৪২ বছর ধরে একই বাগানে বিশ্বস্থতার সহিত চা পাতা উত্তোলন করে আজ দেশসেরা হতে পেরে সত্যি আনন্দিত। গত বছরে (২০২৪ সালে) আমি ৩৪৯৩৭ কেজি চা পাতা উত্তোলন করতে সক্ষম হই। ২পুত্র,১কন্যা ও স্বামীসহ আমার সংসারের ৮জন সদস্য এই নেপচুন চা বাগানে কর্মরত।
এম এম ইস্পাহানি গ্রুপের নেপচুন চা বাগানের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. রিয়াজ উদ্দিন বলেন, দেশের ১৬৮টি চা বাগানের মধ্যে নেপচুন চা বাগান থেকে টানা তিনবার দেশসেরা চা শ্রমিক বা পাতা চয়নকারী নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।
শুধু তাই নয় সম্প্রতি হালদাভেলী চা বাগানে ৩টি চা বাগানের শ্রমিকদের মধ্যে ওপেন চা পাতা উত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩০ মিনিটে ১৩’২৫০ কেজি চা পাতা চয়ন (উত্তোলন) করে জেসমিন আক্তার প্রথম হওয়ার গৌরব চূড়ান্তভাবে ধরে রাখেন।
২১মে আর্ন্তজাতিক ও জাতীয় চা দিবসে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর হাত থেকে দেশসেরা চা পাতা চয়নকারী( দ্বিতীয়বার) হিসেবে পুরস্কার স্বরুপ সন্মাননা ক্রেস্ট ও ১লাখ ৪১ হাজার ৫শত ৭৩ টাকার চেক গ্রহন করেছেন।