দৈনিক পার্বত্য কন্ঠ::
গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের অন্তরগত বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা কমিটির অফিস উদ্বোধন করা হযেছে।
শুক্রবার(১৬ মে) বাদ জুম্মা সমাজের সদস্যদের সাথে নিয়ে মসজিদ মার্কেটে অফিস উদ্বোধন করেন, বড়পিলাক কেন্দ্রীয জামে মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা কমিটির সভাপতি মো: খায়রুল বাশার, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম দুলাল আহাম্মদ, মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন।
এসময় বড়পিলাক কেন্দ্রীয জামে মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা সুলতানুল আলম, আনোয়ার গাজী, আজহার আলী শেখ, সহ-সভাপতি শাহজাহান মীর, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: বাচ্চু মিয়া, যুগ্ন সম্পাদক ভিডিপি প্লাটুন পিসি আমজাদ হোসেন, সম্পাদক ও প্রকাশক দৈনিক পার্বত্যকন্ঠ সময়ের আলো পত্রিকার সাংবাদিক মোঃ শাহীন আলম, কোষাধক্ষ মো: নুরুল ইসলাম, প্রচার সম্পাদ জনাব আলী, নির্বাহী সদস্য তরব আলী,মসজিদ পরিচালনা কমিটির সাদারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কমিটির অন্যান্য সদস্য এবং সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একটি আদর্শ সমাজ বিনির্মাণে, সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নবগঠিত বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি আদর্শসমাজ পরিণত করতে হলে প্রত্যেকের মৌলিক দায়িত্ব হওয়া উচিত সর্বপ্রথম নিজেকে একজন আদর্শ ব্যক্তি হিসেবে গঠন করা। কেননা, ব্যক্তি গঠনই হলো একটি আদর্শসমাজ গঠনের মূল হাতিয়ার। সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্যবদ্ধটা অবশ্যক বা একান্ত দরকার বলে ও মনে করেন বক্তারা।
উদ্বোধনের আগে জুম্মা খুতবার পূর্বে মসজিদে ৩ উপদেষ্টা এবং ২৫ সদস্য বিশিষ্ট বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা কমিটি ঘোষনা করেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এম দুলাল আহাম্মদ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন,অত্র মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন।