সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি::
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. সাইদ শেখ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ দৌলতদিয়া সৈয়দ আলী পাড়ার মো. মমিন শেখের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. রুস্তম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে সাইদ শেখের বাড়ির দক্ষিণ পাশে মাঝের কক্ষে অভিযান চালিয়ে সাইদ শেখকে ৫ লিটার দেশি মদসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।