সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি::
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ইয়াবাসহ শহীদ খন্দকার ওরফে আম্বী শহীদ (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার সৈয়দ আলী খন্দকারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. ফারুক হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ যৌনপল্লীর মেইনগেট পুলিশ বক্স সংলগ্ন আলম এর চায়ের দোকানের সামনে ডালাই রাস্তার উপর হইতে তাকে ৭২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।