আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রত্যন্ত জনপদ কালাপানি এলাকায় ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যালয় উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৬ মে বৃহস্পতিবার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়নের ১ নং কালাপানি ওয়ার্ডের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকছড়ি উপজেলার সেক্রেটারি মাওলানা আমানুল্লাহ আমান। প্রধান অতিথি ছিলেন, ২৯৮ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি মানিকছড়ি উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক হাফেজ মোহাম্মদ নূর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মো. জহিরুল ইসলাম খোকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও খোঁজ খবর নেন এবং একটি সামাজিক অনুষ্ঠানে শরিক হন।