রাঙামাটির দৃষ্টি নন্দন ঘাগড়া ঝর্নায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শুক্রবার সকালে কাউখালীর ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া ঝর্না এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে সংগঠনটির উপজেলা স্বেচ্ছাসেবী টিম।
এসময় জেলা সমন্বয়ক জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে দৃষ্টিনন্দন রাঙামাটির রূপ দেখে মুগ্ধ হন। কিন্তু আমরা সামান্য সচেতনতার অভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে দর্শনীয় স্থানগুলো নোংড়া করে রাখি। আমাদের এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্যেশ্য হলো সকলকে সচেতন করা।
সংগঠনটির জেলা আইটি সহকারী মোঃ ফায়জুল ইসলাম বলেন, বিডি ক্লিন রাঙামাটি ও উপজেলা পর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ছাড়াও করোনাকালে মাস্ক বিতরণ, মাইকিং প্রচারণা, ভ্যাকসিন গ্রহনে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ, ভ্যাকসিন গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন, বৃক্ষ রোপনসহ রাষ্ট্রীয় দিবস সমূহ পালন করে থাকে।
এসময় রাঙামাটির জেলা সমন্বয় মাসুদ রানা হৃদয়, কাউখালী উপজেলা সমন্বয়ক শাহরিয়ার ইমন রাসেলসহ উপজেলা টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালে কাউখালী উপজেলায় ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে স্বেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত