• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে সাজেকবাসী মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার কাপ্তাইয়ে কর্ণফুলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন রামগড় একতা সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন করেছে ২৩ বিজিবি খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মানবিক উদ্দ্যোগ, ঈদ উপকরণ হিসেবে গরুর মাংস বিতরণ ঈদ-উল আযহা উপলক্ষে পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের উপহার সামগ্রী বিতরণ। মহালছড়িতে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস ২০২৫ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ পানছড়িতে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানে ছাগল ও শুকর বিতরণ দৌলতদিয়া পোড়াভিটা থেকে মাদক সেবী ও মাদক কারবারি আটক

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন মাত্র ৪০ মেগাওয়াট

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১৫৬ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: একদিকে তীব্র গরমে দিন দিন শুকিয়ে যাচ্ছে কাপ্তাই লেকের পানি। অন্যদিকে বৃষ্টি না হওয়ায় লেকের পানির স্থর দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। এমন পরিস্থিতিতে পানির উপর নির্ভরশীল রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ( কপাবিকে) ৫ টি ইউনিট হতে শুধুমাত্র ১ টি ইউনিট দিয়ে কোন রকমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

বুধবার (১৪ মে) বেলা ১২ টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই কেন্দ্রের সবগুলো ইউনিট একযোগে সচল থাকলে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। কিন্তু পানি স্বল্পতায় বুধবার (১৪ মে) সকাল ৯ টা পর্যন্ত ৫ টি ইউনিট এর মধ্যে শুধুমাত্র ১ নং ইউনিট দিয়ে ৪০ মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হচ্ছে।

তিনি আরোও জানান, বর্তমানে লেকে পানি রয়েছে ৭৭ দশমিক ৬১ মীনস সি লেভেল ( এমএসএল), কিন্তু রুলকার্ভ অনুযায়ী এই সময় পানি থাকার কথা ৭৯ দশমিক ৫৩ এমএসএল। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে সামনে বৃষ্টিপাত হলে লেকের পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।

এদিকে, কাপ্তাই লেকে পানির স্তর কমে যাওয়ায় একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে তেমনি লেকের ওপর নির্ভরশীল মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। বিশেষ করে লেকের সঙ্গে সংশ্লিষ্ট বিলাইছড়ি, বরকল, জুড়াছড়ি, লংগদু, বাঘাইছড়ি উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লেকের বিভিন্ন স্থানে জেগে ওঠা চরে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি লেকের বেশ কিছু অংশে পলি জমায় দেখা দিয়েছে নাব্যতা সংকট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ