• শনিবার, ২১ জুন ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাস্তা নয় এ যেন মরণফাঁদ: যশোর সাতক্ষীরা মহাসড়ক পার্বত্য অঞ্চলে দেশি ফলের সম্ভাবনা অপরিসীম: পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত দুস্থ ও অসহায়দের মানবিক সহায়তা দিল সেনাবাহিনী বর্ষায় এদের কদর বাড়ে লংগদুতে সেনা জোনের উদ্যোগে সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা লংগদুতে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর পর্যটনের লেক পরিস্কার করছে রামগড় বিএনপি কাপ্তাই ইউএনও’র হস্তক্ষেপে মুক্তি মিললো ভাতের হোটেলে কাজ করা ৪ শিশুর অব্যবস্থাপনার দীর্ঘ ছায়া কাটিয়ে নতুন দিগন্তে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে সাজেকবাসী

খাগড়াছড়িতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ১১৮ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। “ জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বেলুন উড়িয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এসময় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আমাদের নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ একদিকে যেমন বেকারত্ব দূর হবে অন্যদিকে দেশের উন্নয়ন ঘটবে। একই সাথে শিক্ষার্থীদের শুধু দেশে নয় বৈশ্বিক পরিবর্তনের কথা ভাবার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অংশ নেয় খাগড়াছড়ি ৯টি প্রায় ১১টি স্কুল ও কলেজ। এতে শিক্ষার্থীরা তাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে দেশের পারিপার্শ্বিক অবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। এবং আগামী ১৬ মে পর্যন্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ চলবে।

শেষে জেলা প্রশাসক সহ অতিথিরা বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া প্রকল্প গুলো পরিদর্শন করেন।

এসময় খাগড়াছড়ি এনএসআই যুগ্ম-পরিচালক নাসির মাহমুদ গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ পুলক বরণ চাকমা, খাগড়াছড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অধ্যক্ষ নারায়ন চন্দ্র খাঁ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ